কৃষ্টি ও সংস্কৃতি
ফোটো ফিচার -
"শ্যাম বাড়ি ও রবীন্দ্রনাথ ঠাকুর"
সৌজন্যে - চন্দ্রিমা শ্যাম ও শ্যাম পরিবারের সদস্যবৃন্দ
০৯ মে ২০২১
শিলচরের বিখ্যাত শ্যাম বাড়ির শ্রী নগেন্দ্রচন্দ্র শ্যাম এবং ওনার সহধর্মিণী শ্রীমতী মালতী শ্যামের সাথে
কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্যদের নিবিড় সম্পর্ক ছিল ...
এই ফিচারে কবিগুরুর জন্মদিনে শ্রীমতী মালতী শ্যামের লেখা পত্রের উত্তর দেওয়া চিঠির ছবি তুলে ধরা হয়েছে।
সৌজন্যে - শ্যাম বাড়ির বর্তমান প্রজন্মের চিত্রশিল্পী চন্দ্রিমা শ্যাম,
যিনি কবিগুরুর বিশ্বভারতীর প্রেরণায় ছবি এঁকে থাকেন এবং
এই ফিচারেই ওনার কবিগুরুর "খোয়াই" কবিতার প্রেরণায় আঁকা
"Khoai Melodies" series এর তিনটি ছবি ও তুলে ধরা হয়েছে ...


শ্রীমতী মালতী শ্যাম কে লেখা কবিগুরুর চিঠি



"Khoai Melody"
Series on Khoai, the red undulating soil of SHANTINIKETAN
Artist : Chandrima Syam
Inspired from the poem "Khoai" of Gurudev Rabindranath Tagore