সাহিত্য পত্র
কবিতায় মাতৃভাষা দিবস
উত্তম কুমার রায়
২১ ফেব্রুয়ারি ২০২১
২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ঈশান কথার পক্ষ থেকে প্রত্যেক ভাষা সংগ্রামী কে অভিনন্দন ...
আমাদের ভাষা আন্দোলন বিষয়ক লেখা ও অডিও ভিসুয়াল কন্টেন্ট এর ডালি সাজিয়ে
আমরা গত কয়েকদিন ধরে আপনাদের সামনে হাজির হচ্ছি।
সেই ধারাবাহিকতায় এবার আমরা নিয়ে এলাম উত্তম কুমার রায়ের লেখা দুটি কবিতা ...
একুশ
(২১/০২/২০২১)
একুশ আমার রক্তে রঞ্জিত একুশ আমার প্রাণ ।
একুশ আমার আবেগে ভরা একুশের গাই গান।
মাতৃভাষা বাংলা মোদের এই ভাষায় বলি বুলি।
মাতৃভাষার আবেগ যেনো চিত্রকারের সেই তুলি।
সেই ভাষাকে হৃদয়ে রাখি যে ভাষায় বলি কথা ।
মাতৃভাষার অপমান হলে হৃদয়ে লাগে যে ব্যাথা।
অমর শহীদদের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি।
মাতৃভাষা প্রাণের ভাষা তা' কী ভুলিতে পারি।
বাংলা মোদের মাতৃভাষা বাংলা প্রাণের টানে ।
রবীন্দ্র, নজরুল, সুকান্ত আর গাই ভাটিয়ালি গান।।
মাতৃভাষা বাংলা ভাষা
(২১/০২/২০২১)
উনিশ, একুশ, ষোল, সতেরো দিয়ে যায় মনে সাড়া ।
মাতৃভাষার তরে সবই উজ্জ্বল চিরস্মরণীয় তাঁরা ।।
মাতৃভাষা বাঁচানোর তাগিদে শহীদ হতে হল ।
"মাতৃভাষার জয়" সবাই মিলে একসাথে তাই বলো ।।
মাতৃভাষাকে কখনই আমরা দেবো না কেড়ে নিতে ।
বাঁচাবো বলে করবো পন, যতই হোকনা মুল্য দিতে ।।
একটি শিশুও প্রথম বুলিতে মায়ের নামই বলে ।
কোনও আপোষেই আমরা দেবো না মাতৃভাষাকে জলে ফেলে ।।
আমরা যারা বাঙালি আছি, বাংলা ভাষাই মোদের শ্বাস ।
বাংলা ভাষা বেঁচে থাকুক করবো মোরা প্রয়াস ।।
সব ভাষাই পৃথিবীতে আছে, করবোনা মোরা হেয় ।
বাংলা ভাষা বাঙালির কাছে সবার চেয়ে প্রিয় ।।
মাতৃভাষা মাতৃদুগ্ধসম আমরা সবাই বলি ।
তাইতো মোরা মাতৃভাষাকে প্রণাম করে চলি ।।