হাল্কাচ্ছলে
অম্ল মধুর : নোট, ভোট ও লুট
৩১ মার্চ ২০২১
কল্যাণ দেশমুখ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক
অসমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন সব প্রার্থী নিজ নিজ ঢোল বাজিয়ে ভোটের গান গাইছেন। লাগলো হরির লুটরে ভাই ভোটের বাজারে। আর নোট ছাড়া কি ভোট হয়? গদির জন্য এখন গদায় গদায় যুদ্ধ চলছে। সবাই বলছেন, গদি এবার আমরাই দখল করে নেব। অনেকেই বেশ গদগদ ভাব দেখাচ্ছন। গদির জন্য দাদা দিদি দের মধ্যে গদাযুদধ চলছে। তবে এটা পৌরাণিক যুগের গদা যুদ্ধ নয়। এটা হলো গণতান্ত্রিক একটি রাষ্ট্রের কয়েকটি ছোট ছোট রাজ্যের বিধান সভার জন্য লড়াই। কিন্তু কখনও কখনও বিভিন্ন দলের মধ্যে যে হাতাহাতি হয়না এমন নয়। ভোটের বাজারে টাকা আর বোতল উড়তে শুরু করেছে গুরু। দাদার দেওয়া বড় বোতল মুখে তুলে নে রে ভাই। দাদার দেওয়া মোটা বান্ডিল পকেটে ঢুকিয়ে নে রে ভাই।
শোনা যায়, কিছু কিছু প্রার্থী নাকি ভোটারদের জন্য বিনামূল্যে গাড়ি ও হোটেল ভাড়া করে রেখেছেন। এরা গাইছেন--
আরে চল ভোটার
খাওয়াব তোকে আমূল বাটার
আরে বল ভোটার
বিনে পয়সায় কি যেতে চাস
ভোট সেন্টার ?
ভোটের বাজারে শোনা যাচ্ছে,
ব্রডগেজ রেল বরাকে এনেছে কে ?
আমরা ছাড়া আবার কে ?
মহাসড়কের কাজে বাগড়া দিচ্ছে কে ?
তোমরা ছাড়া আবার কে ?
বাজারে কিছু ভোটার যারা নিন্দুক হিসেবে পরিচিত তারা মনের আনন্দে এখন গাইছেন --
গেলে কি আর আসিবেন
মোর মাহুত বন্ধু রে ?
কেউ কেউ গাইছেন--
বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না ।
আইতে যাইতে বত্রিশ টেকা
উসল অইলো না ।
এদিকে অভাবী জনগণ গাইছেন--
জানিনা কেমন করে
কি দেব তোমায় ?
ভোট ছাড়া আর কিছু
নেই যে আমার