হাল্কাচ্ছলে
দোলের রঙ্গরস
কল্যাণ দেশমুখ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক
২৯ মার্চ ২০২১

.jpg)
আজ হোলি খেলব রে শ্যাম তোমার সনে
প্রতি বছরের মতো দোল উৎসব এসে গেল। দোল মানেই রঙয়ের উৎসব। অতি আনন্দের ব্যাপার। মূলতঃ রাধা কৃষ্ণ ও গোপিনীদের পবিত্র উৎসব হচ্ছে দোল।
দোলের অন্যতম আকর্ষণ গার্ল ফ্রেন্ড কে জড়িয়ে ধরে রঙ দেওয়া। সেসঙ্গে গান, আজ না ছোড়েঙগে বস হম জলি। ভাই খেলেঙগে হম হোলি। এছাড়াও বৌদিকে রঙ দেয় দেবর। সেখানে ও হয় গান, রঙগ বরসে ভিগে চুনরিয়া রঙগ বরসে।
কোথাও কোথাও সপ্তাহ ব্যাপি চলে রঙের উৎসব। কোনো কোনো বৌদি দেবরের হাতে রঙ নিজের গায়ে মাখতে আগ্রহী। সেখানে ও আছে গান, কেউ কি জানে মনে প্রাণে কিসের জ্বালায় জ্বলই। আমার মনে রঙ মিশিয়ে খেলব রক্ত হোলি। যে ছেলে বা মেয়ে হোলিতে গায়ে আবির মাখায়নি সে হতভাগা অথবা হতভাগিনী।
রঙের উৎসবে মেতে ওঠার জন্য আরও কয়েক বছর বেচে থাকার দরকার। তাহলেই পিচকিরি দিয়ে প্রেমিকা তথা শ্যালক শ্যালিকা ও বৌদিদের শরীর রাঙিয়ে মজা করতে পারব।