সাহিত্য পত্র
উমার আগমন
চন্দন ঘোষ

আজি শিশির শারদের পুণ্য লগনে
শারদ রানী এসেছে দ্বারে,
রঙ লেগেছে মন গগনে।
হিমেল স্নিগ্ধ বাতাস বইছে যে গায়
রৌদ্র মেঘের অপরূপ খেলায়,
শুধু তোমার প্রতিচ্ছবি ভেসে বেড়ায়।
শিশির কণার ওই আলতো ছোঁয়ায়
শিহরণ জাগে শিরায়-উপশিরায়,
অম্লান হৃদয়ে আজ ভাঙছে পাহাড়।
তব পদধ্বনি শুনে, শিউলি চাদর
রেখেছি যে পেতে,
আজ সব ক্লান্তিবেলা মোর গেছে মুছে,
জেগেছে প্রাণ নতুন ভোরে,
শারদ রানী এসেছে দ্বারে...।