top of page
সাহিত্য পত্র
সংকেত
পীযূষ রাউত

এই ভয়ংকর ২১ খ্রীস্টাব্দে আমার,
নিছক আমার কেন,
আমাদের সকলের
প্রত্যেকটি সৌরদিবস,
প্রত্যেকটি কালো রাত্রি,
যদি হঠাৎই ধ্বংস হয়ে যায়,
যদি এই রকম একটা অদ্ভুত ঘোরের মধ্যে
আমাদের অস্তিত্ব বিপজ্জনক মোড়ে পৌঁছে যায়,
তার সরল সংকেত কি প্রত্যক্ষ করবে
প্রত্যেকটি মানুষ?
bottom of page