top of page
সাহিত্য পত্র
জীবাণু প্রতিমা
নিরূপম পাল

প্রটোকলটা খুব কম-কম লাগছে এবার-
জীবাণু দিয়ে প্রতিমার হাত মুখ অবয়ব সবই তো গড়া হলো নিটোল, নিখুঁত
কিন্তু কিছুতেই করা তো যাচ্ছে না রূপারোপ, রূপের সঞ্চার।
যা কিছু দেখেছি কিংবা শুনেছি যা,
তা একদম ভুলে গিয়ে সব—
কিছুই ঘটে নি যেন, দেখি নি কিছুই।
মেঘের আড়ালে ভ্যাকসিন!
আর তারপর দেখবো দৃশ্যের আড়ালে-
জন্ম হবে, নতুন ঘটনার!
কেনোনা মৎস্যধর্মের কাছে পরাজিত হচ্ছে আজ শৈবাল-স্বভাব।
তাইতো জীবাণু প্রতিমার গভীরতর
প্রদেশ থেকে উঠে আসে রূপ,
আর রূপের প্রতিম।
bottom of page