top of page
সাহিত্য পত্র
দুটি কবিতা
প্রেমাঙশু পালচৌধুরী
ঈশান কথা পূজাবার্ষিকী ১৪২৮-এর
জন্য প্রেমাঙশু পালচৌধুরীর দুটি কবিতা
"ছায়ানট"
ও
"দেবদাসী"

ছায়ানট
একমুঠো সময়ই তো নিয়ে এসেছিস নিখিলেশ,
সবই হয়ে গেলো অকৃপণ অপচয়,
ছিল বসত করার সময় করলি বাউন্ডুলেপনা,
ভেবেছিলি পাবি হাত, পাবি স্পর্শ,
নরম কোমল স্নিগ্ধ আলোকে করবি স্নান,
সবই অপচয় তোর নীরব অপচয়।
দেবদাসী
তৃতীয়া র চাঁদ উঠেছিল,
তুমি শুয়ে ছিলে নারী,
তুঙ্গার তীরে,বিশ্রস্ত,অবসন্ন,
ভোরের চোখে মেঘের মতো বললে আমি সামপ্রিয়া,
বললাম আমি ও এক পথিক,
চলো যাই যেখানে লিখা আছে
এক দেবদাসী মীনকেতুকে কামনা করিয়াছিল।
bottom of page