কবিতার খাতা - ১

কবি - ভক্ত সিং
হাইলাকান্দি, আসাম
লকডাউন ( এক )
পেইলিঙ্ আমাকে ডাকে
দীঘা ডাকে আয় আয় আয়
শনবিল হোয়াটসঅ্যাপে বলে
কোথায় আছিস
কাঁদে পাখি বন্ধ কামরায়
শুনি কারো কারো নাকি
ভাগ্য খুলে গেছে
ফিসফাস ---
বহু কিছু অর্থ ও রেশনের চাল
ছোট্ট কামরায় বন্দি
খাঁটি কথা
সত্য মিথ্যা কবিতার
এই চলছে হাল
লকডাউন ( দুই )
লকডাউন ---
তুমি কবিকে চেনোনা
কবি তোমার চেয়েও আরো
ভয়ঙ্কর
কবি খুব ভদ্র
কবি খুব
সহজ সরল তাই
যন্ত্রণার অহঙ্কারে ডুবে থাকে
কিছুই বলেনা শুধু
ভালো ভালো শব্দকে দেখায়
খিড়কির গরাদ গলে
মানুষের কাছে চলে যায়
লকডাউন --- তুমি
আকাশে বাতাসে
হয়তোবা ভাবো
কবি রোজ মৃত্যুর কাছে চলে যায়
তুমি কবিকে চেনোনা
শান্ত ভদ্র
কবি
নবযৌবনের স্বপ্নে
আরেকটা জীবনের গান গায়