সাহিত্য পত্র
অনির্বাণ
হিমু লস্কর

মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা
ঢেরবেশি কষ্টকর জেনেও
বেঁচে থাকে কাচপোকা অন্ধকার যোনির ভিতর,
স্বপ্ন দেখে জন্মান্তরের
কার্তিকের মাঠ স্ফীত হয়
ফসলের ভারে ---
আসন্নপ্রসবা বধূটি'র মতো ;
আগামীর বীজ বুনে মাংসপিণ্ড
চীৎকারে শীৎকারে
আলোকবর্ষ পেরিয়ে
আরও দূর এক আলোকবিন্দু'র দিকে,
ধাবিত হয় অনির্বাণ শিখা
মহাশূন্যের গাঢ় অন্ধকারে
কিংবা-------
এরচেয়ে বেঁচে থাকা ঢেরবেশি কষ্টকর জেনেও
পৃথিবীর ভাঁড়ার থেকে কিছুটা শস্য টেনে নিয়ে যায় ;
তুচ্ছ পিঁপড়ের দল---
যেমন নিয়েছে আগে বহুদূর মিশরের মৃতনগরীর অন্ধকারে ;
জীবনের তুমুল আহ্বানে
ক্লিশে হতে হতে আলোকবিষের শিকার বুদ্ধ
পথ খোঁজে মহানির্বানের ; অনন্ত আঁধারে---
মৃত্যু এরচেয়ে ঢেরবেশি সহজ জেনেও
জীবনের রঙ বুনে বসন্ত,
যেমন বুনেছে আগে
রাজপথে, চিতায়, চড়কের প্রান্তরে
বেঁচে থাকার প্রগলভ আহ্লাদে
তবু মাঝেমাঝে মনে হয়
এইভাবে জন্ম দিতে দিতে,
এইভাবে জন্ম নিতে নিতে
জীবনের ঢেরবেশি মানে জেনে নিয়ে---
মৃত্যুর কাছে, মৃত্যুর পাশে দু'দণ্ড বসে রই গিয়ে
অনন্ত অন্ধকারে
কোনোদিন আর মরিব না জেনে...