কবিতার খাতা - ১১

কবি - পীযুষ রাউত
ত্রিপুরা
"প্রভু সমীপে"
আমাকে, আমার মতো সংখ্যাতীত মানুষকে তুমি খাও ।
চিবিয়ে খাও । গিলে খাও । খাও যেমন তোমার ইচ্ছে।
ছাগল যেভাবে লতা- পাতা -উদ্ভিদ খায়,
ভোজন বিলাসী যেভাবে মাছের মুড়ো খায়, তেমনি করে খাও ।
অভ্যস্ত মাতাল যেভাবে জলের মতো দিশি বোতল শেষ করে,
তেমনি করে
আমাকে খাও। আমার মতো সংখ্যাতীত মানুষকে খাও। খাও।
দেশের গোটা মানচিত্রকে হাড় মাংস সমেত চিবিয়ে চিবিয়ে খাও।